নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ । ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের উলুকান্দী গ্রামের আক্কেল আলীর ছেলে মুন্না (২৫), মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মোস্তফার ছেলে সবুজ(৩০), সনমান্দী ইউনিয়নের নাজিরপুর এলাকার শাহজাহানের ছেলে তন্ময় (২৫) এবং বন্দর থানার কামতাল এলাকার আ. লতিফের ছেলে ইমরান (২৯)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহ জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দী এলাকা থেকে অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে মুন্নাসহ তার দলের সদস্যদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাড়ে ১২টায় দরিকান্দীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ কৌশলে ৪ জনকে ধরতে স্বক্ষম হন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available