নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে জশনে জুলুস (আনন্দ মিছিল) অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদী আখেরী মোনাজাত পরিচালনা করেন।
আখেরী মোনাজাতের পূর্বে সমাবেশে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, “পবিত্র ১২ রবিউল আউয়াল আল্লাহ তায়ালার সমস্ত সৃষ্টির জন্য রাহমাতাল্লিল আলামিন হিসেবে আমারদের প্রিয় নবী (দঃ)-কে দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত আলেমের জন্য রহমত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ‘সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে বলেছেন, “তোমরা আমার অনুগ্রহ বা রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করো।” তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এই দিনে খুশি উদযাপন করে মিলাদ মাহফিল, জশনে জুলুস মিছিল, রোজা, দান, সদগাহের মাধ্যমে পালন করে থাকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নাবী উদযাপন কমিটি সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. আমানত উল্লাহ খন্দকার আরমান, মো. সাইফুদ্দীন, মো. গোলাম রাজু, হাজী মো. নুরুল ইসলাম, মো. তারিকুল হাসান লিংকন, আলহাজ্ব জামাল উদ্দীন মৃধা, শাহাদাত হোসেন শ্যামল, এড. এএমএম একরামুল হক, মো. সাদ্দাম হোসেন কাউসার, মো. রাহাত হোসেন রাব্বি, মো. নাঈম এবং দেশবরেণ্য ওলামায়েকেরামবৃন্দ ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available