নবাবগঞ্জ প্রতিনিধি: সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে দেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নবাবগঞ্জের প্রতিটি কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে নির্বাচন সময় মতই হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। যারা আওয়ামী লীগ করে শুধু তাদের কাছে গিয়ে ভোট চাইলে হবে না। যারা কোন দল করে না তাদের কাছে গিয়েও ভোট চাইতে হবে। এছাড়া যারা অন্য দল করে তাদের কাছে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারীদের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নারীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। অসহায় ও বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তাই কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটিতে নারীদের নৌকার জন্য কাজ করতে সুযোগ করে দিতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাংগঠনিক সম্পাদক লাবণ্য ভূইয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা, যুগ্ম-সাধারণ সম্পাদক আনার কলি পুতুলসহ আরও অনেকে।
এসময় কেন্দ্রভিত্তিক বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যরা। পাশাপাশি আগামীতে আবারও নৌকাকে বিজয়ী করতে সালমান এফ রহমানের পাশে থেকে কাজ করবেন বলেও জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available