সিলেট প্রতিনিধি: সিলেট ঘর থেকে সাহারা বেগম নামে ৩ মাসের এক শিশুকে চুরি করে নিয়ে পুকুরে ফেলে হত্যা করার ঘটনা ঘটেছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার পৌনে ৮টার দিকে নগরের ৪০ নং ওয়ার্ডের পালপুর আবাসিক এলাকায় ঘর থেকে শিশুকে চুরির ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাহারা বেগম পালপুর আবাসিক এলাকার আব্দুল কাইয়ূম ও শাম্মী বেগম দম্পতির সন্তান।
পরিবারের লোকজন জানান, শাম্মী বেগম প্রকৃতির ডাকে শৌচাগারে গেলে সুযোগ বুঝে শিশু সাহারাকে চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শিশুটির চাচা আবুল কালাম বলেন, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আমার ভাতিজিকে বাসা থেকে কেউ চুরি করে নেয় দুর্বৃত্তরা। তার খোঁজে মসজিদে ও বিভিন্ন স্থানে মাইকিং খোঁজাখুঁজি করা হয়। পরে রাত সাড়ে ১০টায় বাড়ির পুকুরে শিশু সাহারার মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন, চুরির পর আমার ভাতিজিকে নিয়ে পালাতে না পেরে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলা হয়।
শিশুর বাবা আব্দুল কাইয়ূম বলেন, আমি হবিনন্দী বাজারে যাই। হঠাৎ খবর পাই আমার মেয়ে চুরি হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো জায়গায় পাইনি। পরে রাত সাড়ে দশটায় আমার পুকুর পার থেকে মেয়ের মরদেহ পাই।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা এসএম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছি। রাত পৌনে ৮টার দিকে কে বা কারা ৩ মাসে শিশুকে চুরি করে নিয়ে গেছে বলে খবর পাই। রাত সাড়ে ১০টায় তাদের বাড়ির পুকুর পার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বাড়ির লোকজনের বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available