বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালে পথচারী পারাপারের জন্য নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ছয়টি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
৩০ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদর রোডে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তরা বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বিভাগীয় শহর বরিশালের অপ্রশস্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বহুগুণ বেড়ে গেছে। এতে প্রায় সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শিকার হচ্ছেন মহানগরীর পথচারীরা।
তারা আরও বলেন, নগরীর অপ্রশস্ত সড়ক পারাপারর ক্ষেত্রে পথচারী বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ঝুঁকি অনেক বেড়েছে। তাই অবিলম্বে বরিশালের ব্যস্ততম সড়ক নতুল্লাবাদ, সরকারি হাতেম আলী কলেজ চৌমাথা, আমতলা মোড়, বটতলা চৌমাথা, জেলখানার মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে জনস্বার্থে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সিটি মেয়রসহ সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বরিশালের সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর রহমান মিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া সেলিম, কাজী মিজানুর রহমান ফিরোজ, সুলতান মাহমুদ বাবুল, রেজাউল করিম বুলবুল, ইঞ্জিনিয়ার বদিউজছালাম রিয়াজ, কামরুল ইসলাম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available