সিলেট প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। ১ অক্টোবর রোববার দিনভর সিলেট মহানগর, জেলার ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভা এবং ১০৫টি ইউনিয়নের ৯৪৫টি ওয়ার্ডে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের তত্ত্বাবধানে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সব সরকারি দফতর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিংমল ও বাসা-বাড়িতে একযোগে পরিচ্ছন্ন কাজ করা হয়।
এরআগে ১৩ আগস্ট একই কার্যক্রম পরিচালনা করেছিল জেলা প্রশাসন।
সংশ্লিষ্টরা বলছেন, মশাবাহিত রোগ ডেঙ্গুকে প্রতিরোধ করতে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে-সেদিকে সবার খেয়াল রাখা জরুরি। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে-গঞ্জে সবাই পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান করলে সিলেটকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available