জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল প্রভোস্টের পদত্যাগসহ দুই দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
১ অক্টোবর রোববার রাত সাড়ে ১০টায় হলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় হল অফিসে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আগামী দুই দিনের মধ্যে হল প্রভোস্টের পদত্যাগ করা এবং হলের সকল সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করার দাবিতে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সৌভিক বলেন, একটি হলের যেসব সুযোগ-সুবিধা থাকার কথা, আমরা সেসব পাচ্ছি না। আমাদের হলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভালো না, হলে সামনে পানি জমে থাকে, সিয়াম চত্ত্বরে পানির কারণে বসা যায় না, খেলার মাঠের অবস্থা ভালো না, বিদ্যুতের সমস্যা। এত সমস্যা নিয়ে একজন শিক্ষার্থীর পড়াশোনা করা খুবই কষ্টের। বর্তমান প্রভোস্ট এতদিন ধরে দায়িত্ব পালন করছেন, অথচ হলের উন্নয়নে কোনো কাজ করেননি। আমরা এই প্রভোস্টের পদত্যাগ চাই।
সরকার ও রাজনীতি বিবাগের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, হলে শিক্ষার্থীদের জন্য একটা সেলুন পর্যন্ত নেই। খাবার দাবার ঠিকমত মনিটরিং করা হচ্ছে না। হলের লাইট-ফ্যানসহ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নষ্ট হয়ে থাকে, সেগুলো সময়মত ঠিক করা হয় না। এমনকি প্রোভোস্ট স্যার ঠিক মতো হলে সময়ও দেন না। এই প্রোভস্টের পরিবর্তে আমরা নতুন প্রভোস্ট চাই।
হলেরর আবাসিক শিক্ষার্থী ও শাখা ছাত্র লীগের সহ-সভাপতি মাসুপ আহমেদ বলেন, প্রভেস্ট স্যার রুটিন মাফিক কোনো কাজ করেন না। যার কারণে এমন সংকটে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। রুটিন মাফিক কাজ করা হলে হলের সমস্যাগুলো থাকতো না। শিক্ষার্থীরা এসব বিষয়ে তাঁকে বার বার অবগত করলেও কোনো পদক্ষেপ নেননি তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে আমার পূর্ণ সমর্থন রয়েছে। তাদের দাবিগুলো আমারও দাবি। আমি সমস্যাগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবগত করেছি। কিন্তু সেখান থেকে বাজেট দেওয়া হয়নি। তাই হলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছি না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available