পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সম্প্রতি চুরি হয়েছে প্রায় ৫ কিলোমিটার রেললাইন। এই রেল লাইনের বিভিন্ন অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। পুনরায় চুরি হয় ঐ মালামাল! এ নিয়ে যমুনা টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে মাঠে নামে জিআরপি পুলিশ। উদ্ধার হয় ৫ কিলোমিটার রেল লাইনের মালামাল। গত ৩০ সেপ্টেম্বর শনিবার পার্বতীপুর ও বদরগঞ্জ উপজেলা থেকে রেলওয়ের চুরি যাওয়া এসব মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জিআরপি পুলিশ।
জানা যায়, দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর-মধ্যপাড়া পাথরখনি রেলপথটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় প্রতিনিয়ত চুরি হচ্ছিলো এ রেললাইনের মালামাল। ইতোমধ্যে প্রায় ৫ কিলোমিটার রেল লাইন চুরি হয়ে গেছে। সম্প্রতি পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাফার গোডাউন থেকে রেললাইন উদ্ধারের পর নড়ে চড়ে বসে সংশ্লিষ্টরা। বিভিন্ন সময়ে চুরি হওয়া এসব মালামাল একটি বাড়িতে মজুদ রাখার খবরে ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের মৃত মেইল্যা কান্তির ছেলে করুনা কান্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১ ফিট দৈর্ঘ্যের ১০টি রেলের কাটা অংশ, ১ ফিট সাইজের ২ টি ফ্রান্স, ৪ টি হুকের টুকরা, ৪ পিস ওয়েব এবং ৩টি ই-সাইজের ৫৩টি রেলের টুকরা উদ্ধার হয়।
একই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মৃত সোবহানের ছেলে হারিজুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৪ ফিট দৈর্ঘের ৬০ পিস ফ্রান্স (রেল লাইনের উপরের পাত)। অভিযানকালে কেউ বাড়িতে না থাকায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, যাদের বাড়ি থেকে এসব চুরির মালামাল উদ্ধার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার হওয়া মালামালগুলো শনিবার সন্ধ্যায় পার্বতীপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. আল আমিনের নিকট হস্তান্তর করা হয় ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available