• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের উপর হামলা: হাসপাতালে ভর্তি

২ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:২৬:১৭

কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের উপর হামলা: হাসপাতালে ভর্তি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জেরে স্বভাব কবি রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার কবি রাধাপদ রায় (৮০) গুরুতর আহত অবস্থায় বর্তমানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন রাধাপদ রায়ের ছেলে জুগল রায়। ১ সেপ্টেম্বর রোববার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। রাধাপদ সরকার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাধাইখাল-গোড্ডারাপাড় বটতলা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী কচুয়াপাড় এলাকার মৃত মোহ্মামদ আলীর পুত্র রফিকুল ইসলাম (৩৫) ও কদুর রহমানের (৪৫) সাথে প্রায় ৭ বছর আগে কথা কাটাকাটি হয় রাধাপদ রায়ের। সে ঘটনার জেরে প্রায়ই তারা কবি রাধাপদ রায়কে মারধর, ভয়ভীতিসহ নানাভাবে হুমকী দিয়ে আসছিলো। এক পর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর সকালে রাধাপদ রায় বাড়ির পাশের ডুবুরির ব্রিজের কাছে মাছ ধরতে গেলে সেখানে অস্ত্রশস্ত্র ও লাঠিশোঠা নিয়ে রফিকুল ইসলাম ও কদুর রহমান অতির্কিত হামলা চালায়। মারপিটে গুরুতর আহত হয় কবি রাধাপদ সরকার। এ সময় তার ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

রাধাপদ রায়ের ছেলে জুগল রায় বলেন, প্রায় ৭ বছর আগে আমার বড় ভাইয়ের সাথে লেনদেনজনিত বিবাদ হয় স্থানীয় একজনের সাথে। সে সময় ঐ ব্যাক্তির পক্ষ নিয়ে কদুর রহমান আমাদের বাড়ির সবাইকে অকথ্যভাষায় গালিগালাজ করে। বাবা সে সময় প্রতিবাদ করায় ওরা তাকে দেখে নেয়ার হুমকী দেয়। তখন থেকে তারা আমার বৃদ্ধ বাবাকে প্রাণে মারে ফেলার হুমকী দিয়ে আসছে। পরে বাবা সেদিন মাছ ধরতে গেলে সুযোগ বুঝে তার উপর হামলা করে প্রাণনাশের চেষ্টা চালায়। আমার বৃদ্ধ বাবাকে তারা যেভাবে মেরেছে, তা বলে শেষ করতে পারবো না। আসামিদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।

রাধাপদ রায়ের স্ত্রী মিনতি রানী বলেন, আমরা সংখ্যালঘু আর গরিব বলে কি আমাদের সমাজে কোনো দাম নাই? আমার স্বামী বিভিন্ন জায়গায় কবিতা বলে, গান গেয়ে যে কয় টাকা আয় করে তা দিয়ে আমাদের সংসার চলে। আর তার উপর এভাবে অত্যাচার করেছে। আমি ঐ সন্ত্রাসীদের বিচার চাই।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছি।  তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে শনিবার ও রোববার অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে তারা পলাতক আছে। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য  কবি রাধাপদ রায় ব্যাক্তিগত জীবনে বেশিদুর পড়ালেখা করতে পারেননি। করেছেন মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা । নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য যা উপার্জন হয় তাতেই চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সমাদৃত হয়েছে। ইতোমধ্যে তার লেখা কবিতা ‘কেয়ামতের নমুনা’, ‘জানি কিন্তু মানি না’, ‘বউয়ের কান্ড’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি শতাধিক আঞ্চলিক কবিতা ও গান রচনা করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫