• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলায় ব্লক বাঁধ ধসে নিহত ১, আহত ৫

২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪:৩৩

ভোলায় ব্লক বাঁধ ধসে নিহত ১, আহত ৫

স্টাফ রিপোর্টার: ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে মেঘনা নদীর তীরে ব্লক বাঁধ ধসে লাইজু বেগম (৩৮) নামের এক বাকপ্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আর পাঁচজন। ২ অক্টোবর সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার মো. সিরাজের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় মরিয়ূম (৩) নামের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সেপ্টেম্বর মাস থেকেই ইলিশা-রাজাপুর প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছে। সোমবার দুপুরের দিকে ইলিশা তালতলি লঞ্চঘাট সংলগ্ন তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে। পরে সেখান থেকে মাছ নিয়ে মৎস্যঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা। সেসময় লাইজু বেগম তীরের ব্লকের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাচ্ছিলেন। এ সময় হঠাৎ ব্লক ধসে যায়। এতে ব্লক চাপায় ওই নারীর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়।

এ বিষয়ে ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, ইলিশা লঞ্চঘাটে ব্লক বাঁধ ধসে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত পাঁচজন। নদীতে কেউ নিখোঁজ আছে কিনা তা এখনও জানা যায়নি। ডুবুরি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে। পুলিশ সার্বিক সহযোগিতা করছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫