চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাঁঠাল পাতা ও গাছ বিক্রি করা নিয়ে বিরোধের জেরে মো. সেলিম আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ১ অক্টোবর রাতে উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও-ঘোনটোলা এলাকার টনি মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সেলিম আলী একই এলাকার মৃত সাইফুদ্দীনের ছেলে।
নিহতের পরিবারের দাবি, কবরস্থানের কাঠাল পাতা ও গাছ বিক্রি করছিলো কবরস্থান কমিটি। এ কাজে বাধা দেয় কমিটির সদস্য নিহত সেলিম আলী। এ নিয়ে কমিটির সভাপতি আবদুল হামিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সভাপতি আব্দুল হামিদের নেতৃত্বে নুরুল হক (৪০), মেজর আলী (৪৫) তরিকুল ইসলাম তরিক (৪২) ও আকাশ (৪৮) সেলিমের উপর হামলা চালায়। হামলায় সেলিম আলীর মৃত্যু হয়।
নিহত সেলিমের স্ত্রী অলিনুর বেগম বলেন, আমার স্বামীকে হামিদের নেতৃত্বে নুরুল, মেজর, তরিকুল আকাশসহ আরও কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন, কবরস্থানের গাছ বিক্রির টাকা সভাপতি হামিদ ও কমিটির কয়েকজন সদস্য আত্মসাৎ করার চেষ্টা করলে আমার স্বামী প্রতিবাদ করে। এ কারনে হামিদ তার দলবল নিয়ে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলো। এর জেরে রোববার সন্ধ্যায় কবরস্থানের গাছ ও কাঠাল পাতা বিক্রির প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমি খুনিদের বিচার চাই।
হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, কবরস্থানের গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। রাতে আমি অতিরিক্ত পুলিশ সুপারসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটির তদন্ত হচ্ছে, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available