নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা পুর্বধলা উপজেলায় ভিমরুলের কামড়ে ৮ বছরের শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ২ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। এর আগে রোববার বিকেলে ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয় শিশুটি।
শিশুটির নাম সিয়াম (৮)। সিয়াম ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।
শিশুটির পরিবারের লোকজন জানায়, সিয়াম একটি বিড়াল ছানা লালন পালন করত। রোববার বিকেলে বিড়াল ছানাটি দৌঁড়ে বাড়ির পেছনে চলে গেলে শিশুটিও ছানাটিকে ধরতে পেছনে পেছনে যায়। এ সময় ভিমরুলের চাকের সামনে পড়ে গেলে ভিমরুল শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে শিশুটির ডাক-চিৎকারে পরিবারের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসার পর রোববার রাতে তাকে বাড়িতে নিয়ে যায় তার পরিবারের লোকজন। পরের দিন সকালে শিশুটির অবস্থার অবনতি হলে পুনরায় তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে ডাক্তারের চিকিৎসা শেষে আবারও বাড়ি চলে আসে। দুপুরে শিশুটির অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী চক্রবর্তী।
এদিকে শিশুটির আত্মীয় স্বজনরা দাবি করেন, হাসপাতালের ডাক্তারের চরম অবহেলার কারণে শিশু সিয়ামের মৃত্যু হয়েছে। যেহেতু তার শরীরে কমপক্ষে ৫০ টির মত ভিমরুলের কামড় ছিল। প্রথম দিনেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করার প্রয়োজন থাকলেও তারা তা করেনি। উল্টো ডাক্তাররা বার বার বলেছে, কোন সমস্যা নেই। দুইবার তাকে হাসপাতালে নিয়ে আসলেও কোন ধরনের ব্যবস্থা না নিয়ে ডাক্তাররা উল্টো শিশুটিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available