সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এবং সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একজনকে কারাদণ্ড ও অপরজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। এসময় পাঁচটি বালুবাহী নৌকা জব্দ করা হয়।
২ অক্টোবর সোমবার সিলেটের জেলা প্রশাসনের নির্দেশে এসব অভিযান চালানো হয়।
জেলা প্রশাসন জানায়, সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে চলছে বালু ও পাথর উত্তোলন করছিল একটি চক্র। এতে হুমকিতে পড়েছে ওই এলাকার পরিবেশ। বিনষ্ট হচ্ছিল জীববৈচিত্র্য।
জাফলংয়ে ইসিএ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সোমবার অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় বালুবাহী পাঁচটি নৌকা জব্দ করা হয়। এছাড়া এসব নৌকার মালিকদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন জানান, সোমবার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে তাদের একটি টিম, বিজিবি ও গোয়াইনঘাট থানা পুলিশের অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বালুবাহী পাঁচটি নৌকা আটক করে মামলা দেয়া হয়। এছাড়া এসব নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এদিকে অপর অভিযানে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের অন্তর্গত সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু তোলার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জালালাবাদ থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available