রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা প্রমুখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল খাযের, আনসার-ভিডিপির সহকারি কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস সাব স্টেশন অফিসার কামাল উদ্দিন, বাঙালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী, রাজস্থলী উপজেলার দুর্গাপূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মীগণ।
এ সময় বক্তব্যরা ধর্মীয় রীতিনীতি অনুসারে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামরার আওতায় দুর্গোৎসব পালনের পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available