পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সামিউল ইসলাম সয়ন হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে আটোয়ারী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন নিহত সয়নের মা সেলিনা আখতার, বাবা রবিউল হক ও স্বজন লাবিব ইসলামসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, সয়ন হত্যাকান্ডের ২৬ দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত মুন্নাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকারীরা প্রশাসনের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের গ্রেফতার করতে পারছেনা পুলিশ। হত্যার নানা আলামত থাকলেও পুলিশ হত্যার রহস্য এখনও খুঁজে পাচ্ছেনা। এ ঘটনায় ১ টি মামলা হলেও পুলিশের কোন আইনী পদক্ষেপ দেখা যাচ্ছেনা। বক্তারা দ্রুত সময়ে সয়নের হত্যাকারীকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
বিক্ষোভ সমাবেশের ফলে আটোয়ারী-রুহিয়া আঞ্চলিক সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়দের তোপের মুখে পড়েন। এসময় তিনি হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন, পরে সড়ক অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা।
উল্লেখ্য, আর্থিক লেনদেনের জেরে ৬ সেপ্টেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সামিউল ইসলাম সয়নকে (২৬) মোটর সাইকেলে তুলে নেয় ঠাকুরগাঁওয়ের মুন্নার নেতৃত্বে কয়েক যুবক। পরে আটোয়ারী পল্লী বিদ্যুৎ এলাকায় সয়নকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করে পালিয়ে যায় তারা। এসময় স্থানীয় লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আহত অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর গভীর রাতে সয়নের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সয়নের মা ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী হয়ে ছেলের হত্যাকারী মুন্নাসহ আরও অজ্ঞাত কয়েক যুবককে আসামী করে আটোয়ারী থানায় ১ টি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার ২৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available