• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কারাভোগ শেষে দেশে ফিরেছে ২৯ বাংলাদেশি

৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৩২:২৬

কারাভোগ শেষে দেশে ফিরেছে ২৯ বাংলাদেশি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ২৯ জন বাংলাদেশি নাগরিক। ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে কক্সবাজার টেকনাফের বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটি ঘাটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরে আসা ব্যক্তিদের মধ্যে, কক্সবাজারের মহেশখালীর শাকের উল্লাহ (২৮), এখলাছ মিয়া (২৬), শফি আলম (২৫), পারভেজ (২৪), মিজানুর রহমান (১৯), মোবারক মিয়া (২৪), মো. মহিউদ্দিন (২২), ছালামত উল্লাহ (১৮), মং থিন (৪২), গিয়াস উদ্দিন (২২), রাকিবুল হাসান (২২), জাহাঙ্গীর আলম (৩৫) ও মোবারক উদ্দিন (১৮)। টেকনাফের জহির আহমেদ (৩১), আব্দুল আজিজ (২১), মো. তৈয়ব (৩২), আব্দুর সিদ্দিক (২৭), রুবেল (২০), মো.ইরফান (২২) ও মো. ইলিয়াছ (২২)। উখিয়ায় মো. সাহেদ (১৮), মো. তারেক (১৮)ও মো. সাবের (১৮)।

রাঙামাটির ইউ তান ওয়ান (৩৪), থান হ্লা সিন সোয়ে সিন (৩০) ও ইয়ং ছা থুই মারমা (২৬)। বান্দরবানের সিন থোয়ে মং মারমা (৩২), থার তুন হ্লা (৩৬) ও থুইচিং প্রু (২৩)।

এর আগে, মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডু টাউনশীপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্য বিজিবি'র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ। অপরদিকে সে দেশের পক্ষে ১১ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১নং বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি) ব্রাঞ্চের অধিনায়ক লেঃ কর্ণেল ইয়ে ওয়াই শো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী, টেকনাফ- ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাকসহ অনেকেই।

বৈঠক প্রসঙ্গে লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, বৈঠকে সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সোহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫