পাইকগাছা-ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার পাইকগাছায় অকটেন, পেট্রোল ও ডিজেল ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে পৌরসভার ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জয় মা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন।
এসময় পরিমাপ যন্ত্রে কৌশলে কারচুপির সত্যতা পাওয়ায় আসিফ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজকে ২০ টাকাসহ সর্বোমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ওজনে কম দিয়ে ক্রেতাসাধারণকে ঠকানোর দায়ে ২ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযানে খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক মো. রাকিব ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available