রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপার আলিফ মার্কেটের নিচে দীর্ঘদিন ধরে চলে আসা জুয়াড় আসরে হানাদিয়ে জুয়া খেলারত অবস্থায় ৩৯ জনকে আটক করেছে এপিবিএন সদস্যদের একটি টিম।
রাঙামাটি এপিবিএন-১ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১১টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থল থেকে নগদ ৪৮ হাজার ৯৬০ টাকাসহ বিপুল পরিমাণ জুয়াড় সামগ্রী জব্দ করা হয়। এসময় সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খাঁন, মো. রকিব-উল হোসেন, এসআই শ্রী তপন নাথ, মো. সাখাওয়াত ইমতিয়াজ ফোর্সসহ অভিযানে অংশগ্রহণ করেন।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন, বনরূপার আলিফ মার্কেটে নিয়মিতই মাদকসেবনসহ জুয়াড় আসর পরিচালিত হয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত হয়ে রাঙামাটি এপিবিএন-১ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৩৯ জনকে আটক করতে সক্ষম হই। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকাসহ জুয়াড় সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বনরূপা আলিফ মার্কেটের নিচতলায় এই জুয়াড় আসরটি পরিচালিত হয়ে আসছে এবং এতে প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে রাজনৈতিক, অটোরিকশা সমিতির নেতা, শ্রমিক নেতাসহ স্থানীয় দোকানদারদের অংশগ্রহণে জুয়াড় আসর বসতো।
আটক জুয়াড়িরা জানিয়েছেন, প্রতিদিন এই জুয়াড় আসরে গড়ে অন্তত ১০ লাখ টাকার লেনদেন চলতো। রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা আমিন নামের জনৈক এক জুয়াড়ি যুবক আলিফ মার্কেটের নিচতলার ক্লাবঘরটি ভাড়ায় নিয়ে এই জুয়াড় আসর পরিচালনা করতো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available