রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ‘ও চাচা গো, আব্বু ঘুমাইয়া রইছে; এখনও উঠে না। কথা কয় না। আব্বু না উঠলে আমাগো ভার্সিটির টাকা কে দিবে। আমি কারে আব্বু কইয়া ডাক দিমু। কেডা আমারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লইয়া যাইবে।’ সড়ক দুর্ঘনায় নিহত জাহাঙ্গীর শিকদারের মেয়ে তনিমা এভাবেই কথাগুলো বলছিলেন বাবার মৃত দেহের পাশে বসে। এসময় বড় বোন মিতু বাবার শোকে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন।
২ অক্টোবর সোমবার রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওয়াপদা (পানি উন্নয়ন বোর্ড বাঁধ) সড়কে মোটরসাইকেল চাপায় নিহত হন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। তিনি রাঙ্গাবালী উপজেলার কাউখালী গ্রামের মৃত আনোয়ার আলী শিকদারের ছেলে। এ ঘটনায় মোটর সাইকেল চালক মো. হোসেনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা হয়েছে।
নিহতের ভাই মামুন শিকদার জানান, গলাচিপা উপজেলায় জাহাঙ্গীরের হার্ডওয়ার ও ফার্মেসি আছে। ঘটনার দিন দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল। এসময় বেড়িবাঁধের ওপরে আরিফ মেশিনারিজের সামনে মোটরসাইকেল চাপায় আহত হন তিনি। পরে গলাচিপা মেডিকেলে নেয়া হলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম জাহাঙ্গীরকে হারিয়ে দুই মেয়ে ও স্ত্রী এখন পাগল প্রায়।
মামুন আরও বলেন, জাহাঙ্গীরের বড় মেয়ে মিতু (২৭) বরিশাল ব্রজমোহন কলেজ থেকে অনার্স শেষ করে মার্টাসে অধ্যায়নরত সদ্য বিয়ে হয়েছে তার। আর ছোট মেয়ে তনিমা (২৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় জানাজা নামাজ শেষে নিহতের নিজ বাড়ি রাঙ্গাবালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন মুঠোফোনে বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available