নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া ইদগাহ এলাকায় পানির প্রবাহ স্বাভাবিক করতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে পৌর মেয়র রাফিকা আক্তার জাহানের সাথে পানিবন্দি দহলা ব্রীজ এলাকার বাসিন্দাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীনুল হক মহসিন, ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল খালেক সাবু, মহিলা কাউন্সিলর আফরোজা মঞ্জু, সাবিনা ইয়াসমিন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সৈয়দপুর সিটি আন্দোলনের আহবায়ক তামিম রহমানসহ আরওে অনেকে। সভায় স্থানীয় কৃষকরা সমাধানের জন্য ৭ দিনের সময় দেন, সমাধান না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
উল্লেখ্য, পানির স্বাভাবিক প্রবাহে বাধা প্রদানকারী অবৈধ পুকুর পাড় ভেঙ্গে দেওয়া ও নালা খননের জন্য দহলা ব্রীজের উপরে ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করা করেন স্থানীয় কৃষকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available