• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

দেবীদ্বারে একইদিনে রহস্যজনক ৩ জনের আত্মহত্যা!

৪ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০৭:৩৪

দেবীদ্বারে একইদিনে রহস্যজনক ৩ জনের আত্মহত্যা!

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলো ঘটেছে ৪ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৮টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে। ১০ ঘন্টার ব্যবধানে এ ৩ জনের আত্মহত্যার ঘটনার কারণ জানতে পারেনি পুলিশ ও মৃতদের স্বজনরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাজমিস্ত্রী হাবিবুর রহমান (২৫) মঙ্গলবার রাত ৮ টায় পারিবারিক এবং মানসিক সমস্যায় কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে বুধবার ভোর ৪ টায় পথচারীরা কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার সিএন্ডবি স্টেশনের অদূরে গোপালনগর সড়কের পাশে গাছের ডালে ঝুলন্ত এক মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। উপস্থিত লোকজনেরা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

তবে তাদের কেউ কেউ ধারণা করছেন, কোন পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে হত্যাপূর্বক এ নির্জণ এলাকায় গাছের ডালে ঝুলিয়ে রেখে গেছে।

দেবীদ্বার থানা পুলিশ বলছেন, পারিবারিক বা সামাজিক তিক্ত ঘটনায় ক্ষোভ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অপর ঘটনাটি ঘটে বুধবার ভোর অনুমান ৬টায় উপজেলার বড়শালঘর গ্রামের বাগান পাড়া খলিলুর রহমানের বাড়িতে। ওই বাড়ির খলিলুর রহমানের ছেলে তামান্না আক্তার (২১) ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কিশোরী তামান্না স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে একটি হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। পুলিশ ধারণা করছেন, পারিবারিক বা প্রেমের ঘটনায় আত্মহত্যা করতে পারে।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর জানান, দু’জন ফাঁসি এবং একজন কেরির ট্যাবলেট খেয়ে তিনজনই আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে ৩ জনের মরদেহই বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বলা যাবে আত্মহত্যা না হত্যা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫