আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের কনস্যুলেটে সশস্ত্র হামলায় একজন তুর্কি নারী গুরুত আহত হয়েছেন। ১ আগস্ট মঙ্গলবার কোনাক জেলার ইজমিরে সকাল ৯টা ৪৫-এ হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের কনস্যুলেটের বাইরে হামলা হয়েছে। এতে আহত ওই নারী কূটনৈতিক মিশনে সচিবের দায়িত্বে আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।
তাৎক্ষণিকভাবে এর সঙ্গে রাজনৈতিক অথবা সন্ত্রাসী হামলার কোনো সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি। ভিসা আবেদন প্রতিক্রিয়া নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তুর্কি গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, হামলাকারীকে ঘটনাস্থল থেকে বন্দুকসহ আটক করা হয়েছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থা।
সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে ২ আগস্ট বুধবার ইজমিরে যাবেন সুইডিশ কনসাল জেনারেল।
উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমে গত মাসে তুরস্কবিরোধী বিক্ষোভে পবিত্র কোরআন পুড়িয়েছিল কট্টর ডানপন্থি এক রাজনীতিক। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্কসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ। ধর্মগ্রন্থ অবমাননার সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available