আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের লিভারপুলে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে দেশটির শিক্ষা বিভাগ। ইডেন গার্লস লিডারশিপ একাডেমি নামের এ শিক্ষাপ্রতিষ্ঠানটিই হতে যাচ্ছে শহরের প্রথম ইসলামিক স্কুল। যুক্তরাজ্যের শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান স্টার অ্যাকাডেমিসের তত্ত্বাবধানে স্কুলটি পরিচালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। স্টার অ্যাকাডেমি লিভারপুল ছাড়াও দেশটিতে আরও ১৫টি শহরে এ ধরনের ফ্রি স্কুল প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে ইডেন গার্লস লিডারশিপ।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে স্টার একাডেমি জানিয়েছে, তাদের স্কুলগুলো ইসলাম ধর্মভিত্তিক হলেও সেখানে সব ধর্মের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে। এ স্কুলে বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ একাডেমিক পাঠ্যক্রম অনুসরণ করা হবে। এখানে ১১-১৮ বছর বয়সী ৮০০ মেয়ে ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীরা বৈচিত্র্যপূর্ণ নেতৃত্বের প্রগ্রামের মাধ্যমে বিভিন্ন দাতব্য ও সামাজিক কার্যক্রমে অংশ নেয়ার অনুপ্রেরণা পাবে।
স্টার একাডেমিসের প্রধান নির্বাহী স্যার হামিদ পাটেল সিবিই বলেছেন- শিশুরা যেখানেই থাকুক এবং তাদের ভিত্তি যা’ই হোক, শিশুরা উন্নতমানের শিক্ষা লাভের অধিকার রাখে। আমাদের নতুন মাধ্যমিক স্কুল খোলার আবেদন গৃহীত হয়েছে। লিভারপুলের ইডেন গার্লস লিডারশিপ একাডেমি শহরের হাজারো তরুণের সম্ভাবনা উন্মোচনে সাহায্য করবে। সরকারের বিনামূল্যের স্কুল কর্মসূচি এবং আমাদের স্থানীয় সহযোগীদের অংশগ্রহণে তা পরিচালিত হবে।
স্টার একাডেমিস যুক্তরাজ্যভিত্তিক একটি শিক্ষাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান। সংস্থাটির তত্ত্বাবধানে যুক্তরাজ্যের লন্ডন, ল্যাঙ্কাশায়ার, ওয়েস্ট ইয়র্কশায়ার, গ্রেটার ম্যানচেস্টার, ওয়েস্ট মিডল্যান্ডসে প্রায় ৩৬টি স্কুল রয়েছে। এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন স্যার মুফতি হামিদ। নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন লিসা ক্রাসবি, লোকমান আহমেদ, ড. ক্যাথরিন চোরলটন ও ডেভিড হল্যান্ড।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available