• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৭:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:২৭:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইতালিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২১

৪ অক্টোবর ২০২৩ সকাল ০৯:৪১:২৩

ইতালিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভেনিস শহরে একটি যাত্রীবাহী বাস ফ্লাইওভার থেকে নিচে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পরই বাসটিতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

আর এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ৪ অক্টোবর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দিয়ে চলছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি সতর্ক করে বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী এবং তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০





শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩