নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা জোতবাজার খেয়াঘাটে আত্রাই নদীর ওপর প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি ব্রিজ। কিন্তু নেই সংযোগ সড়ক। এতে সুফল পাচ্ছেন না নদীর দুই পাড়ের কয়েক লক্ষ মানুষ।
সংযোগ সড়ক না থাকায় বাঁশের মাচা বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, দুর্ঘটনায় এড়াতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের।
সচেতন মহলের দাবি কর্তৃপক্ষের উদাসীনতায় বিভিন্ন অজুহাতে ব্রিজটি নির্মাণ করতে সময় লেগেছে দীর্ঘ পাঁচ বছর। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে ব্রিজ পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণের কথা থাকলেও সংযোগ সড়ক নির্মাণ না করে কাজ সমাপ্ত করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে চরম দুর্ভোগে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।
এলজিইডি দফতর সূত্রে জানা যায়, জনদুর্ভোগ লাঘবে আত্রাই নদীর জোতবাজার খেয়াঘাটে ২১৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের । এতে ব্যয় হয়েছে ১৮ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় ব্রিজের কাজ সম্পন্ন করতে সময় লাগে পাঁচ বছর। কিন্তু এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক।
ঠিকাদারি প্রতিষ্ঠান মিলন ট্রেডার্সের স্বত্তাধিকারী দেওয়ান সেকার আহমেদ শিষান বলেন, ব্রিজের কাজ শুরুর পর থেকেই রড, সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। এর পরেও নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হয়েছে। বর্তমানে সবকিছুর বাজারমূল্য অনেক বেশি তাই আগের রেটে সংযোগ সড়কের কাজ করা সম্ভব নয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী প্রকৌশলী শাইদুর রহমান মিয়া জানান, দ্রুত ঠিকাদার পরিবর্তন করে টেন্ডারের মাধ্যমে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available