নিজস্ব প্রতিবেদক: ফ্রিল্যান্সারদের উৎসে কর দিতে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ফ্রিল্যান্সারদের কোন উৎসে কর দিতে হবে না। একটি চক্র এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
৩০ সেপ্টেম্বর শনিবার বিএফএস ক্লাউড এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, ফ্রিল্যান্সররা ৪ শতাংশ ইনটেনসিভ পান। এছাড়া, দেশে উৎপাদিত ডেটা সংরক্ষণ দেশেই করতে পারলে বিলিয়ন ডলার ব্যবসার সুযোগ রয়েছে।
কোর ব্যাংকিং সফটওয়্যার, আদালত, স্বাস্থ্যসহ স্পর্শকাতর ডেটা দেশের মাটিতে সংরক্ষণ করতে ক্লাউড স্টোরেজের ওপর গুরুত্ব দেন তিনি।
এসময় বক্তারা জানান, দেশের ক্লাউড স্টোরেজ কোম্পানি থেকে বর্তমানে ৮টি ব্যাংক সেবা নিচ্ছে। এ ব্যবস্থা উন্নত করতে নিরাপত্তা, বিশ্বস্ততা, ব্যবসার ধারাবাহিকতা প্রয়োজন।
বক্তারা অনলাইন জুয়ার মাধ্যমে শতকোটি টাকা পাচার রোধে বাংলাদেশ ব্যাংক ও টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available