• ঢাকা
  • |
  • রবিবার ১১ই ফাল্গুন ১৪৩১ রাত ০৯:১৫:০৫ (23-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই ফাল্গুন ১৪৩১ রাত ০৯:১৫:০৫ (23-Feb-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

চিকিৎসক সংকটে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

২৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৫২:৫১

চিকিৎসক সংকটে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

হাসপাতালে ৩৫ জন চিকিৎসকের জায়গায় কর্মরত রয়েছেন মাত্র ১২ জন। গুরুতর রোগী, এমন কি সামান্য কাটা-ছেড়ার রোগীকেও  পাঠিয়ে দেয়া হয় বরিশাল বা ঢাকায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

জানা যায়, ১৯৭৬ সালে ৬ একর ৯৬ শতাংশ জমিতে ৩১ শয্যাবিশিষ্ট কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হয়। পরবর্তীতে ২০১০ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। শয্যা বাড়লেও বাড়েনি চিকিৎসা সেবার মান।

এখানে মেডিকেল অফিসারের ২৪টি পদের মধ্যে কর্মরত আছেন ১৩ জন। আর কনসালটেন্ট পদের ১১ জনের মধ্যে ৭টি পদই শূন্য। সবমিলিয়ে ৩৫ জন চিকিৎসকের মধ্যে এখানে পোস্টিং রয়েছেন ১৭ জন চিকিৎসক। এদের মধ্যে বর্তমানে ৫ জন চিকিৎসক বিভিন্নস্থানে সংযুক্ত থাকায় ১২ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা।

কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। ফলে সাধারণ কোন রোগী আসলেও উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদরসহ ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করায় খরচের সঙ্গে বাড়তে থাকে ভোগান্তি। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।

অপরদিকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হয়। পাশাপাশি চতুর্থ শ্রেণীর কর্মচারী ২৪ জনের স্থানে রয়েছে মাত্র ১০ জন। এতে হাসপাতালটি ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ভোগান্তিতে পরতে হচ্ছে রোগীদের। তাছাড়া নিম্ন মানের খাবার প্রদানসহ নানা অভিযোগ রয়েছে এখানে সেবা নিতে আসা রোগীদের। এতে ক্ষুব্ধ রোগী, স্বজন ও এলাকাবাসী।

হাসপাতালটির এক্সরে টেকনিশিয়ান এসএম সোহেল রেজা ও প্যাথলজিস্ট কাওসার আলম জানান, তাদের সমস্যার কথাগুলো ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।

আর হাসপাতালটিতে খাবার প্রদানকারী ঠিকাদার মো. জসিম হোসেন জানান, যখন খাবারের টেন্ডার হয়েছিল তখন দ্রব্যমূল্যের তুলনায় বর্তমানে দামে বেড়েছে প্রায় তিনগুণ। তাই তাদের বর্তমানে খাবার সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। যদি বাজার দরের সাথে সমন্বয় করা হতো তবে ভালো খাবার দেয়া যেত।

এদিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শিবলী রহমান স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের কথা স্বীকার করে জানান, ৩১ শয্যার হাসপাতাল ৫০ শয্যার করা হলেও প্রয়োজনীয় জনবল এখনও নিয়োগ দেওয়া হয়নি। সার্বিক সেবা নিয়ে কিছুটা অভিযোগ থাকবে। এরপরও আমরা চেষ্টা করছি জনগণকে ভালো সেবা দেওয়ার জন্য।

দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ পেলে চিকিৎসা সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



উপদেষ্টা নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
২৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫২:৪১



উত্তরায় চালু হলো শেফস অ্যাভিনিউ
২৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০১:৩১

২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০৭


দোয়ারাবাজারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:২১

দোয়ারাবাজারে ড্রাম ট্রাক খাদে পড়ে কিশোরের মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:০৬