নারায়ণগঞ্জ প্রতিনিধি: এবার ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালটিকে আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন।
২০ এপ্রিল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ওই পরিদর্শনে যান।
‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক শহরে ব্যানার ফেস্টুন অপসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, জেলায় এক লক্ষ বৃক্ষ রোপণের উদ্যোগ, বৃক্ষ থেকে পেরেক অপসারণসহ নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
হাসপাতালটি পরিদর্শনে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও)সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যালোচনা করে দ্রুত একটি পরিত্যক্ত ভবন অপসারণের নির্দেশনা প্রদান করেন এবং ওয়ার্ডসমূহকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।
নারায়ণগঞ্জের এই জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম বলেন, “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে ভিক্টরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা, সেবার মান এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করে নারায়ণগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত ও মানবিক শহরে রূপান্তর করার লক্ষ্য বাস্তবায়িত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available