• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪৩:৫২ (25-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪৩:৫২ (25-Apr-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

সাঘাটায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

২৫ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৬:৫৮

সাঘাটায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় ময়নুল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এসময় ওই মৃত ব্যক্তির স্বজনরা ক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় হাসপাতাল চত্বরে জনতার উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত ময়নুল হোসেন সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি চরের রহিমের ছেলে। স্বজনরা জানান, ময়নুল হোসেন জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলামকে স্যালাইন পুশ করেন। এরপর কালক্ষেপন করে বিভিন্ন টেস্ট দেন চিকিৎসক। আর টেস্টের রিপোর্ট আসার আগেই ময়নুল হোসেনের মৃত্যু হয়। স্বজনদের দাবি, চিকিৎসকের দায়িত্ব অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সাঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুপদ চন্দ্র বলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ। এরপর স্বজনরা ময়নুল হোসেনের মরদেহ বাড়িতে নিয়ে যান। এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাক্তার রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় রোগী ময়নুল হোসেনের মৃত্যু হয়েছে। দায়িত্বরত চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যুর দাবিতে স্বজনদের লিখিত অভিযোগ পেলে সেটি খতিয়ে দেখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দৌলতখানে অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক
২৫ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪২:৫৮

সাতক্ষীরায় বাস চাপায় মা-শিশু নিহত
২৫ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২৯:২৪