লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের ফসলি ধান খেতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
১৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ৫টা ১০ মিনিটের দিকে নাছির পাঠান নামে এক ব্যক্তি আগুন দিয়েছেন বলে জানা গেছে।
২০নং চররমনী মোহনের ১নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিমের বসতবাড়ির পাশে এই ঘটনা ঘটে। অন্যদিকে অভিযুক্ত নাছির পাঠান ও পিতা - মৃত গফুর পাঠান একই বাড়ির পার্শ্ববর্তী আগুন লাগিয়ে দেওয়ার কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত আব্দুর রহিম ও কাজী খলিলুর রহমান দাবি করেন, ‘আগুনে তাদের প্রায় এক লাখ টাকার ধান পুড়ে গেছে। তারা আরও বলেন, নাছির পাঠান বিভিন্ন সময় গুম হত্যা আগুন দিয়ে পুড়িয়ে দেবে বলে হুমকি দিয়েছে। এ ব্যাপারে এলাকার গণ্যমান্যদের আগেই জানানো আছে।’
স্থানীয়রা গ্রাম পুলিশ দিদার বলেন, ‘আগুন যখন ফসলি ধান খেতে লাগছে তখন নাছির, জিওন, সবুজ, আলী আজমসহ চারজন লোককে ঘন কুয়াশার মধ্যে দৌড়ে যেতে দেখা গেছে। তখন এলাকাবাসী অনেক চেষ্টা করেছে ধরার জন্য। কিন্তু ধরতে পারেনি। তাৎক্ষণিক মেঘনা নদী দিয়ে পালিয়ে গিয়েছিল নাছিরসহ অন্যরা।’
অন্যদিকে অভিযুক্ত নাছির পাঠান ও তার স্ত্রী বলেন, ‘কাজী খলিলুর রহমান ও তার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছে। তাই আগুনের বিষয়টি নিয়ে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে কাজী খলিলুর রহমান।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেন, ‘দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অন্তত ১ লাখ টাকার ধান পুড়ে গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available