পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনাটিকে একটি মর্মান্তিক ও অমানবিক ঘটনা বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান।
৮ মার্চ বুধবার দুপুরে পঞ্চগড় পৌর এলাকার আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এমপি মজাহারুল হক বলেন, এ ঘটনাটি যারা ঘটিয়েছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। মূলত কোন মানুষ এ ধরণের ঘটনা ঘটাতে পারে না বলেও জানান তিনি।
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুনসহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available