• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ দুপুর ০১:৪১:০০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ দুপুর ০১:৪১:০০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

পৌরসভা

আমতলী পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ

২২ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬:২৬

আমতলী পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাশ। 

২২ আগস্ট বৃহস্পতিবার তিনি আমতলী পৌরসভা কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও কাউন্সিলরবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, কাউন্সিলর নজরুল ইসলাম, আবুল বাশার রুমি, মুছা মোল্লা, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, পৌর নির্বাহী কর্মকতা রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা নাশির মাহমুদ, কর নির্ধারক সিদ্দিকুর রহমান স্বপনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় সারা দেশের ন্যায় আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানকে অপসারণ করে। পরে বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাশকে পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেয় সরকার।

দ্বায়িত্ব গ্রহণের পর বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমতলী পৌরসভা প্রশাসক শুভ্রা দাশ বলেন, পৌর নাগরিকদের সকল সেবা নিশ্চিত করতে সরকার আমাকে দায়িত্ব দিয়েছেন। তা যথাযথভাবে পালন করাই আমার মূল কাজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
১ এপ্রিল ২০২৫ সকাল ১০:৪৮:৫৮


মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
১ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:০৮