• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৩৪:৫০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৩৪:৫০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

পৌরসভা

জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুন্না গ্রেফতার

৩ অক্টোবর ২০২৪ দুপুর ০২:০৪:০৩

জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুন্না গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

২ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে জগন্নাথপুর সদর বাজার থেকে গ্রেফতার হন তিনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আকন্দ জানান, সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপে শতাধিক ছাত্র-জনতা আহত হন। ওই ঘটনায় নির্দেশদাতা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জন এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোট ভাই হাফিজুর রহমান।

দ্রুত বিচার আইনে দায়ের করা এই মামলায় গ্রেফতার করা হয়েছে সাফরুজ ইসলাম মুন্নাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮


খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৫:০৫