• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ সকাল ০৬:১৩:৪৫ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ সকাল ০৬:১৩:৪৫ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লায় বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

১১ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৪৫:৪৫

ফতুল্লায় বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

ফতুল্লা (নারায়নগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আতিকুল ইসলাম নামে এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় ফতুল্লার আলীগঞ্জে ওলি হাজির ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতিকুল আলীগঞ্জ এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামে আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোজ ছিলেন। নিখোঁজের রাতে আতিকুলকে একাধীকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলেন আমি মাহফিলে।

বশির হাওলাদার ধারনা করছেন, ঘাতকরা জিম্মি করে আতিকুলের টাকা লুটে নেয়ার জন্যই তাকে দিয়ে মাহফিলে থাকার কথা মিথ্যা বলিয়েছে। টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যার পর আতিকুলকে ডোবায় ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজের রাতেই ফতুল্লা মডেল থানায় একটি জিডি করতে গিয়েছিলাম। ঐ রাতে পুলিশ জিডি নেয়নি। পরে শুক্রবার সকালে গিয়ে জিডি করেছি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আজম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ
২৮ জুলাই ২০২৫ রাত ০৮:০৮:৫৩



ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৩৯৪
২৮ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪৯