সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার এলাকার ত্রিশ-চল্লিশ লাখ লোক এখানে (সিদ্ধিরগঞ্জ ডিএনডি এলাকা) বসবাস করে। ইন্ডাস্ট্রিয়াল ময়লাসহ এমন কোন বিষাক্ত ময়লা নেই যা এই পানিতে নেই। এখানকার বাসিন্দারা মাননীয় প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রাখেন আমাদের ওপরও রাখেন। এটা যদি অপসারণ করা না হয় তাহলে আমি এই ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করবো। আমি গলা পর্যন্ত ময়লা পানিতে নেমে দাঁড়িয়ে থাকবো। সেনাবাহিনীর ভাইরাও তখন আমাকে ময়লা পানি থেকে উঠাতে পারবে না।
২ জুলাই রোববার সিদ্ধিরগঞ্জে ডিএনডি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আজ রাতের মধ্যে জমে থাকা পানি নামনো হবে। কালকে আর পানি থাকবে না। এবং আগামী ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আমার প্রত্যাশা আছে, গতকাল রাতে পানিসম্পদ মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথাও হয়েছে, তিনি আমাকে কথা দিয়েছেন। মন্ত্রী বলেছেন তাকে কয়েকটা দিন সময় দিতে। নাহলে আমি নিজে (শামীম ওসমান) যে যে এলাকায় পানি থাকবে সেখানে ময়লা পানিতে নেমে প্রতিবাদ জানাবো, যা হবার হবে।
তিনি বলেন, আমার পানির কানেকশনটা তো ড্রেনের সাথে থাকতে হবে। সিদ্ধিরগঞ্জ পুরোটাই তো সিটি করপোরেশনের আওতায় পড়েছে। সিটি করপোরেশনের কাছে অনুরোধ, যেন অতিশিঘ্রই সিদ্ধিরগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে। পানিটা যেন ডিএনডি খালে সরাসরি যেতে পারে তার ব্যাবস্থা করে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে আমরা পানিতে নেমে বসে থাকবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ইতিপূর্বে ডিএনডি প্রোজেক্টের জন্যে ১২শ ৯৯ কোটি টাকার বাজেট আনা হয়েছে। সামনে আবারও কি ডিএনডি প্রোজেক্টের কাজের জন্য টাকা বাড়ানো হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, আর কোনো বাজেট বাড়ানো হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available