• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সোনারগাঁওয়ে সাংবাদিক রাজুর উপর হামলা

২৬ জুলাই ২০২৩ বিকাল ০৫:৪১:২৭

সোনারগাঁওয়ে সাংবাদিক রাজুর উপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের) নির্বাহী সদস্য ও দৈনিক আমাদের কণ্ঠের ক্রাইম রিপোর্টার রাজু আহমেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। ২৪ জুলাই সোমবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রাজু আহমেদকে প্রথমে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আহত সাংবাদিক রাজু আহমেদ জানান, দীর্ঘ দিন ধরে সোনারগাঁয়ের দুধঘাটা এলাকার চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাংবাদিক রাজু এসব অপরাধের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে উঠে এলাকার অপরাধীচক্র। এছাড়া এলাকার পথঘাটের ময়লা-আবর্জনা পরিস্কারের দাবি জানালে কতিপয় দুস্কৃতকারী সাংবাদিক রাজুর উপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে সোমবার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে দুধঘাটা এলাকা আলী ভুইয়া, শামসুল ভুঁইয়ার নেতৃত্ব ১৫ থেকে ২০ জন তাকে রিকশা থেকে টেনে হিঁচড়ে আজিজ ভুঁইয়ার ফার্মেসি ভেতর বড় গোডাউনে নিয়ে যায়। সেখানে তারা সাংবাদিক রাজুকে বেদম মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে রাত ১০টার দিকে তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান সাংবাদিক রাজু আহমেদ।

এদিকে সাংবাদিক রাজু আহমেদের উপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, সাংবাদিক রাজুর উপর হামলার ঘটনাটা শুনেছি। এখনও এ বিষয়ে কোন কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫