নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে প্রস্তাবিত নতুন বাজেটকে জনবান্ধব, যৌক্তিক, বাস্তবসম্মত ও শতভাগ বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন ডিবিসি চ্যানেলের পরিচালক, স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা মো. সালাউদ্দিন চৌধুরী।
৬ জুন বৃহস্পতিবার রাতে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। নিত্য পণ্যের দাম ও মূল্যস্ফীতি কমাতে এবং অর্থনৈতিক সংকট কাটাতে বাজেটকে যুগোপযোগী বলেও মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন চৌধুরী বলেন, করোনা উত্তর সময়ে ব্যবসায়ীরা অনেক ধরনের সমস্যা পড়ছে। ব্যবসার এ সংকটময় সময়ে দেশের অর্থনীতি ঠিক রাখতে শিল্প ও বাণিজ্যে ছাড় অব্যাহত রাখতেও সরকারে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। ৬ জুন বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন।
বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৪.২ শতাংশ এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে চার দশমিক ছয় শতাংশ। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available