• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:১৫:৩৭ (28-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:১৫:৩৭ (28-Feb-2025)
  • - ৩৩° সে:

জাতীয় বাজেট

আসন্ন বাজেটে রংপুর অঞ্চলের বৈষম্য কমানোর ব্যবস্থা নেয়া হবে: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

২৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:২৫:৫১

আসন্ন বাজেটে রংপুর অঞ্চলের বৈষম্য কমানোর ব্যবস্থা নেয়া হবে: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

রংপুর ব্যুরো: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য কমানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

তিনি বলেন, এবারের বাজেটে জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে। রংপুর অঞ্চল খুবই সমৃদ্ধ, এখানে নূরলদীন, বেগম রোকেয়া ও আবু সাঈদের মতো বীরের জন্ম। কোন অঞ্চলকেই বৈষম্যের বেড়াজালে পড়তে হবে না।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রংপুরের আরডিআরএস বাংলাদেশ ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ল্যান্ড রেজিষ্ট্রেশন বিষয়ে আমরা কাজ করছি। এটি সহজীকরণ করা হবে। রংপুরের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে সরকারের দৃষ্টি আর্কষণ করা হবে। ১৮ কোটি মানুষের চোখকে ৩৬ লাখ মানুষের চোখ বানাতে হবে।

তিনি আরও বলেন, সকল এলাকাকে ট্যাক্সের আওতায় আনা হবে। গত বছর ৪ লাখ ট্যাক্স রিটার্ন ছিল। এবার সাড়ে ১৪ লাখ ট্যাক্স রিটার্ন অনলাইনে পেয়েছি। ভ্যাট কমানোর বিষয়টি কঠিন হলেও এ বিষয়ে কাজ করা হবে। ব্যবসায়ীদের সারচার্জ বিষয়েও এবার কাজ করা হচ্ছে। ভ্যাট রিটার্ন প্রক্রিয়া আরো সহজীকরণ ও ট্যাক্স প্রদানের বিষয়টি নিয়েও ভাবছে সরকার।

অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (করনীতি) সদস্য একেএম বদিউল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (ভ্যাটনীতি) সদস্য ড. মো. আবদুর রউফ, ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি শরীফ হোসেন, গাইবান্ধা চেম্বারের পরিচালক আব্দুল লতীফ হক্কানী, লালমনিরহাট চেম্বারের সাবেক সভাপতি কামরুল হাসান বকুল, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি মো. আব্দুল আজিজ মিয়া, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চাঁন্দ, বিশিষ্ট ব্যবসায়ী কাওছার জামান বাবলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক প্রমুখ।

বক্তারা ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে আমদানি শুল্ক, মূল্যসংযোজন কর, আয়কর ও অন্যান্য কর সম্পর্কিত প্রস্তাবনা আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ, রংপুর কর অঞ্চলের বিদায়ী কর কমিশনার মো. আব্দুস সবুর খান, নবাগত কর কমিশনার মো. মহিদুল ইসলাম, রংপুর বিভাগীয় ব্রেড, বিস্কুট ও কনফেশনারী মালিক সমিতির সভাপতি রিয়াজ শহিদ শোভন, বৃহত্তর রংপুর জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন, আমদানি-রপ্তানিকারক সমিতি সোনাহাট স্থলবন্দর শাখার আহ্বায়ক  ইফতেখারুল ইসলাম শ্যামা, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ ও রংপুর চেম্বার সদস্য রশিদুস সুলতান বাবলু প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারকগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাজীপুরে পৃথক স্থানথেকে ৩ জনের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫৪:২৩

ঝিনাইদহে ট্রাক চাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৫:৫৯



‘লক্ষ্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া’
২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৩২:১৫



অনুষ্ঠিত হলো ডেন্টাল ভর্তি পরীক্ষা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৭:৫৭