নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে নয়, প্রস্তাবিত বাজেট পুরোটাই গরিব মানুষের জন্য উপহার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২ জুন শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, দেশে অনেক মধ্য আয়ের মানুষ আছে, কিন্তু তারা ট্যাক্স দেয় না। এবার সময় এসেছে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে।
মুস্তফা কামাল বলেন, দু-এক মাসের মধ্যে রিজার্ভ স্বাভাবিক হয়ে আসবে। বাজেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং, তবে মুল্যস্ফিতির শঙ্কা নেই বলেও জানান তিনি।
গত এক বছরে একজনও কালো টাকা সাদা করে জানিয়েছে মন্ত্রী বলেন, এবারের বাজেটে তাই কালো টাকা সাদা করার কোন সুযোগ রাখা হয়নি।
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এবারও বাজেট বাস্তবায়নে সরকার ব্যার্থ হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available