নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হা হা রিঅ্যাক্ট দেয়ার অপরাধে হামলা চালিয়ে মো. হাসান, সিয়াম এবং রিয়ান নামে তিন ছাত্রদল সমর্থকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু লোহার রড দিয়ে ওই হামলা চালিয়েছেন। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাত্রলীগ সমর্থক।
২৪ নভেম্বর রোববার সকালে জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ছাত্রদল সমর্থক সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে রোববার সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ১০ থেকে ১২ জন ছাত্র লীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় হাসান, রিয়ানসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের হামলায় শরীরে বিভিন্ন স্থানে নিলা ফুলা আঘাতসহ জখম হয়েছে।
একই অভিযোগ করেন আহত অপর এক ছাত্রদল কর্মী মো. হাসান। তিনি বলেন, রিয়াদ তার বাহিনী নিয়ে বাজারে হামলা চালায়। এসময় রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখে। অপরদিক থেকে রিয়াদ আমাদের পিটাতে থাকে।
অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মোবাইলে কল দিয়েও তাদের পাওয়া যায়নি।
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ভাইদের উপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাস করে বেড়িয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমাউন কবির বলেন, রোববার সকালে দুইদলে বাজারে মারামারি করেছে। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছাড়ছে। ছাত্রদলের ছেলেরা তাতে হা হা রিঅ্যাক্ট দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available