টাঙ্গাইল প্রতিনিধি: টিকটকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যে এত কিছু করা সম্ভব তার দৃষ্টান্ত যেন টিকটকার মানিক মিয়া। টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টিকটককে কাজে লাগিয়ে নানান ভঙ্গিতে ভিডিও তৈরির পাশাপাশি বর্তমানে তিনি অনলাইনে মধু ও আজোয়া খেজুর বিক্রি করছেন। এতে করে মাসে আয় হচ্ছে লাখ লাখ টাকা।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাঁচজোয়াইর গ্রামের আব্দুল রহমানের ছেলে মানিক মিয়া ওরফে টিকটকার মানিক। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মানিক সংসারের হাল ধরতে প্রায় আট বছর পূর্বে পাড়ি জমায় সিঙ্গাপুরে। সেখানেও সুবিধা করতে না পেরে চলে আসেন দেশে। এরপর আবারও ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়েও তাকে পড়তে হয় বিড়ম্বনায়। যেখানে মাত্র ১৫ হাজার টাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। ধার দেনার টাকা শোধ করতে বিপাকে পড়লে শুরু করেন রাস্তার ধাতব ভাঙারি কুড়ানো।
তবে টিকটক দেখার নেশা ছিল মানিকের। একপর্যায়ে তিনিও টিকটক ভিডিও বানানো শুরু করেন। একদিন রাতে একটি ভিডিও আপলোড করে ঘুমিয়ে যায় পরদিন সকলে কাজে চলে যায় মানিক। কাজের ফাঁকে সহকর্মীর মাধ্যমে জানতে পারে টিকটকে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে।
এভাবে ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে বাংলাদেশসহ বাংলাভাষাভাষী কর্মরত বিভিন্ন দেশগুলোতে। এরপর এক বন্ধুর পরামর্শে ফেসবুক ইউটিউবে কন্টেট তৈরি শুরু করেন। ইউটিউব ফেসবুক থেকে ডলার আসতে শুরু করে। এদিকে সৌদি আরবে আয় কমে যায় তার তেমন সুবিধা করতে না পেরে দেশে চলে আসার সিদ্ধান্ত নেয় মানিক। ২০২৩ সালে দেশে ফিরে আসেন মানিক মিয়া। জায়গা কিনে তৈরী করেছেন বাড়ি। বর্তমানে বাড়িতে বসেই নানান ভাবে মাসে আয় করছেন লাখ লাখ টাকা। এমনকি এখনো সময় করে এলাকার ছেলেদের নিয়ে টিকটকে ফানি ভিডিও তৈরী করেন। প্রতিদিন তার সঙ্গে দেখা করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে মানুষ।
মানিকের সঙ্গে টিকটক করা কিশোররা বলেন, টিকটক করতে ভাল লাগে বলে মানিকের কাছে আসেন। এছাড়া ফেসবুকে রিলস ভিডিও তৈরি করে তারাও ডলার আয় করছেন।
টিকটকার মানিক বলেন, তার স্বপ্ন বড় ব্যবসায়ী হওয়া টিকটকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একসময় কোটিপতি হতে চান এবং দেশের মানুষের সেবায় কাজ করতে চান তিনি।
বর্তমানে মানিক মিয়া গ্রামে বসবাস করলেও বাংলাদেশসহ বাংলাভাষাভাষী কর্মরত বিভিন্ন দেশগুলোতে মানিক মিয়া পরিচিতি পেয়েছে টিকটকার মানিক হিসেবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available