নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে অমর চান সরকার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
উত্তরখান মৈনারটেকের চৌরাবাড়ি (ব্যাঙ্গারবাড়ি) এলাকা থেকে সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তি হলেন- উত্তরখানের মৈনারটেকের চৌরাবাড়ি এলাকার বজরাজের ছেলে অমর সরকার।
এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ফেসবুকে কোরআন নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে অমর চান সরকার নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে কোরআন নিয়ে অমরের বাজে মন্তব্যটি জানাজানি হলে উত্তরখান এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এদিকে ঘটনাস্থলে থাকা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন আহমেদ বলেন, কটূক্তি নিয়ে ব্যাঙ্গারবাড়ি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available