আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা হামলা ও ভাঙচুর চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের হটিয়ে গুরুত্বপূর্ণ সব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় কমপক্ষে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
৮ জানুয়ারি রোববার দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় যখন এই হামলা হয়, তখন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সেখানে ছিলেন না। তিনি রাজধানী থেকে দূরে কর্মসূত্রেই সাও পাওলো গিয়েছিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আল-জজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত বছর কট্টর দক্ষিণপন্থি বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন বামপন্থি লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। দেশের প্রশাসনিক কাঠামোয় এই হামালার জন্য তিনি সাবেক প্রেসিডেন্টকেই দায়ী করেছেন। পাশাপাশি নিরাপত্তা বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন লুলা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available