ডেস্ক রিপোর্ট: ঢাকা শহরসহ পুরো দেশের উপর বজ্রপাত সহ বৃষ্টির আশংকার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পলাশ তার ফেসবুক আইডিতে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে একবার এবং রাত ২টার পর থেকে সকাল ১০টার মধ্যে ২য় বার রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
দুপুর ১টার পর থেকে রাত ৮টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
দুপুর ১টার পর থেকে রাত ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
দুপুর ১টার পর থেকে রাত ৮টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার পর থেকে রাত ১২টার মধ্যে একবার এবং শুক্রবার ভোর ৫টার পর থেকে সকাল ১০টার মধ্যে ২য় বার ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের উপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সাম্ভব্য সময় বিকেল ৫টার থেকে রাত ১০টার মধ্যে প্রথম বার ও আগামীকাল শুক্রবার সকাল ৬টার পর থেকে সকাল ১০টার মধ্যে ২য় বার।
বিকেল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল, বরগুনা, পটুয়াখালীর, ঝালকাঠি জেলার উত্তর দিকের উপজেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
বিকেল ৪ টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাত ১০টার পর থেকে ভোর ৬ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available