সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে থাকা কোয়ারি ধসে চাপা পড়ে আবুল মিয়া নামে বাংলাদেশি কয়লা শ্রমিক নিহত হয়েছেন। নিহত আবুল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির নিয়ন্ত্রিত সীমান্ত গ্রাম কলাগাঁও পশ্চিম পাড়ার আলকাছ মিয়ার ছেলে।
১৫ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১২টার দিকে উত্তর শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সীমান্ত গ্রাম কলাগাঁও’র বাসিন্দা রাশীদ কবির ওই শ্রমিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
তাহিরপুরের চারাগাঁও সীমান্তের একাধিক বাসিন্দা জানান, প্রতিদিন রাতের ন্যায় রোববার ভোর রাত ৪টার দিকে চারাগাঁও বিওপি নিয়ন্ত্রিত কলাগাঁও-পশ্চিমপাড়া, জঙ্গলবাড়ি, চারাগাঁও মাইজহাটি সীমান্ত গ্রামের এক থেকে দেড় শতাধিক শ্রমিক ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে থাকা চোরাচালানের কয়লা উত্তোলন করতে যায়।
চারাগাঁও সীমান্তের মেইন পিলার ১১৯৫-১১৯৪ এর সাব পিলার সংলগ্ন সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ওইসব শ্রমিক অবৈধভাবে অনুপ্রবেশ করে। মেঘালয় পাহাড়ের ৪ থেকে ৫ কিলোমিটার ভেতরে গিয়ে কয়লা উত্তোলন করতে গেলে তাদের উপর কোয়ারি ধসে পড়লে বাংলাদেশি বেশ ক’জন শ্রমিক হতাহত হন।
সাথে থাকা অন্য শ্রমিকরা কয়লার স্তূপ থেকে শ্রমিক আবুলের মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। সীমান্তবর্তী গ্রামবাসীর ধারণা, আরও শ্রমিক মেঘালয় পাহাড়ের গহীনে থাকা ওই কয়লার স্তূপের নিচে চাপা পড়ে আছেন।
গত ছয় মাসে তাহিরপুরের টেকেরঘাট, বালিয়াঘাট, চারাগাঁও বিওপির বিজিবি নিয়ন্ত্রিত সীমান্ত এলাকা অতিক্রম করে মেঘালয় পাহাড়ের বিভিন্ন গহীন কোয়ারি থেকে কয়লা উত্তোলন করতে গিয়ে ১২ থেকে ১৩ জন কয়লা শ্রমিক নিহত হয়েছেন।
কিছু দিন আগে মেঘালয়ের পাহাড় থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গেলে সেখানকার গারো সম্প্রদায়ের ৩০/৩৫ জন সদস্য সংঘবদ্ধ হয়ে বাংলাদেশি চার শ্রমিককে পিটিয়ে বস্তির নিচে ফেলে রেখেছিল।
এসব বিষয়ে জানতে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুর চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রহিম সাথে যোগোযোগ করা হলে তিনি ব্যস্ত আছি বলেই নিহত শ্রমিকের বিষয়টি এড়িয়ে যান।
তাহিরপুর থানার ওসি এস, এম মাইন উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রেবেশের মাধ্যমে কয়লা উত্তোলন করতে গিয়ে একজন বাংলাদেশি কয়লা শ্রমিক নিহত হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available