• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৬:৫১ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৬:৫১ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ৩২

৩০ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০৩:৩৮

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ৩২

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন।

২৯ নভেম্বর শুক্রবার জেলার রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া এবং রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে শুক্রবার সকালে পৃথকভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

শুক্রবার সকালে চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কের রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ শিক্ষার্থী নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থী পাইমে মারমা অটোরিক্সার যাত্রী ছিলেন। তিনি বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

এদিকে এই ঘটনায় আহত ৪ জন যাত্রী এবং সিএনজি চালককে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

অপরদিকে, শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৭ জন আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, একটি বাস সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিল। মানিকছড়ি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানিয়েছেন, বাস দুর্ঘটনায় আহত ২৭ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১১ জন ভর্তি এবং ১৬ জন আউটডোরে চিকিৎসা গ্রহণ করেন। পুস্পিতা বড়ুয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০