• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ সকাল ০৮:৪৯:৪৮ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ সকাল ০৮:৪৯:৪৮ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত, আহত ২

১ জানুয়ারী ২০২৫ সকাল ১০:০২:১২

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত, আহত ২

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মৃদুল গাইন (৫০) নামে এক ভ্যান যাত্রী নিহত ও ভ্যানচালকসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মৃদুল গাইন উপজেলার সিংগা এলাকার জয়দেব গাইনের ছেলে। সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, একই উপজেলার সিংগার রুইদাস গাইনের স্ত্রী সন্ধ্যা গাইন (৫৫) ও ভ্যান চালক টিপনা এলাকার আবুল কাশেম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত মৃদুলসহ ২ যাত্রী ভ্যানযোগে ডুমুরিয়া থেকে খর্নিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে মেছাঘোনা কার্লভার্টের কাছে পৌঁছালে একই দিক খুলনা থেকে ছেড়ে আসা ট্রাক খুলনা মেট্রো-১১-১৮৯৯ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃদুল গাইনকে মৃত বলে ঘোষণা করেন।

ট্রাক চালক পলাতক রয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

ডুমুরিয়া-খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল করিম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রৌমারীতে ট্রাক চালককে ৬ মাসের জেল
৪ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৭:০৭




মেহেরপুরে ভৈরব নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:২১