পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলার সদর থানাধীন পাড়েরহাট রাস্তা সংলগ্ন মোল্লা বাড়ির সামনে, দুজন পথচারী রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে মঠবাড়ীয়াগামী বাস চাঁপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ সময় গাড়িতে থাকা আরও ২ জন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনাস্থল থেকে এলাকাবাসী ৪ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে, পথচারী দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত পথচারী মো. রিয়াদ কাজী (২০) পিরোজপুর সদরের উত্তর শংকরপাশা এলাকার কামাল কাজীর ছেলে । অপরজন মো. শাহিন মাঝি (৩০) ইন্দুরকানী উপজেলার পারেরহাট এলাকার আনোয়ার মাঝির ছেলে।
আহত দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, লিটন মিস্ত্রি (৪০) মঠবাড়িয়ার গোবিন্দ মিস্ত্রির ছেলে এবং রিনা বেগম (৪০) মঠবাড়িয়ার কালাম আকনের স্ত্রী।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেছে। তদন্ত চলমান, ঘটনাস্থলে গাড়িটি রয়েছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available