• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে মাঘ ১৪৩১ বিকাল ০৪:০৩:০৭ (01-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৯শে মাঘ ১৪৩১ বিকাল ০৪:০৩:০৭ (01-Feb-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

ঘন কুয়াশায় রংপুরে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৪২:৩০

ঘন কুয়াশায় রংপুরে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ৬টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে দুটি বাস, একটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। ফলে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায় ও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় ২৫ আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ছাতকে বিদেশি মদের চালানসহ ২ মাদক কারবারি আটক
১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৩:৫৬






সাটুরিয়ায় গুণীজনদের দেয়া হল সংবর্ধনা
১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৪৯:০৩


সিদ্ধিরগঞ্জে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা
১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৩:৫৯