• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে মাঘ ১৪৩১ রাত ০৯:০৫:৪৮ (10-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৮শে মাঘ ১৪৩১ রাত ০৯:০৫:৪৮ (10-Feb-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১০:৫৭

মানিকগঞ্জে  ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ লাইন্স এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকার  কল্যাণপুর গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে। তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন এবং পরিবারসহ সদর উপজেলার পৌরসভায় বৈতরা এলাকায় বসবাস করতেন। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নাসিরের বন্ধু ফারুক জানান, ‘নাসির দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক অর্থ সহ-সম্পাদক ছিলেন। দুর্ঘটনার আগে তিনি শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং নিজের ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও শেয়ার করেন। সেখান থেকে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ‘নাসিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নিহতের জানাজা আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি জুমার নামাজের পর তাঁর নিজ গ্রাম বাচামারা এলাকায় অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ